NRC বাতিলের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মানবন্ধন

128

ভারতের ছাত্র জনতার আন্দোলনের সংহতি সমাবেশে ডাকসু ভিপি নুরুলহক নুর সহ ছাত্র অধিকার পরিষদের নেতাদের উপর হামলা এবং ভারতের ছাত্র-জনতার আন্দোলনে সংহতি এবং অবৈধ NRC বাতিলের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ খুলনা শাখার উদ্যোগে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনার আহ্বায়াক আমিনুর রহমান , যুগ্ন আহ্বায়াক তামান্না ফেরদৌসী শিখা , যুগ্ন আহ্বায়াক আরিফুল ইসলাম,বিপ্লব, তানভীর বিন মুনসুর, আলিফ, রানা মুসফিকুর রহমান প্রমুখ।